সিলেটে হিন্দু থেকে র্ধম থেকে পরিবারের সবাই ইসলাম র্ধম গ্রহন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 24 April 2019

সিলেটে হিন্দু থেকে র্ধম থেকে পরিবারের সবাই ইসলাম র্ধম গ্রহন। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সিলেট রিপোর্ট:>>>
সিলেটে হিন্দু ধর্ম থেকে মুসলমান হলেন এক পরিবার। পবিত্র লাইলাতুল শবে বরাতের রাতে স্ব-ইচ্ছায় হিন্দু থেকে স্ব পরিবারে মুসলমান হন মানিক চন্দ্র সূত্রধর, বর্তমান নাম মো: আব্দুল্লাহ।
সে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ গাঁও গ্রামের আরাধন চন্দ্র সূত্রধরের ছেলে। আব্দুল্লার স্ত্রী অঞ্জু রানী দেব বর্তমান নাম মোছাম্মৎ আয়শা বেগম, ছেলে জিৎ চন্দ্র সূত্রধর বর্তমান মোহাম্মদ আব্দুর রহমান ও মেয়ে মনিষা রানী সূত্রধর বর্তমান নাম মোছাম্মৎ ফাতেমা বেগম।
গত ২১ এপ্রিল (রবিবার) রাত বাদ এশা নগরীর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফিজ মাওলানা মো: আব্দুল্লাহ জৈন্তাপুরি তাদের কালিমা পড়ান। পরে ২৩ এপ্রিল (মঙ্গলবার) নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পন্ন করা হয়।
এদিকে, সদ্য মুসলিম হওয়া এ পরিবারকে বসবাসের জন্য পাঁচ শতক জায়গা ও একটি সিএনজি উপহার দেয়ার কথা ব্যক্ত করেণ উপস্থিতরা।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages