২০২০ সালের ২৩ মার্চ পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে এবারের আসরের মেগা নিলাম। এর আগেই ঢেলে দল সাজাতে তৎপর ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে কিছু খেলোয়াড় ছেড়ে দিয়েছে তারা। গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রেখে কয়েকজনকে ডেরায়ও ভিড়িয়েছে দলগুলো। =
চেন্নাই সুপার কিংস: =
চৈতন্য বৈষ্ণই, ডেভিড উইলি, ধ্রুব শোরে, মোহিত শর্মা, স্যাম বিলিংস ও স্কট কুগেলজিন।=
দিল্লি ক্যাপিট্যালস: =
অঙ্কুশ বেইনস, বি আয়াপ্পা, ক্রিস মরিস, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, হনুমা বিহারি, জলজ সাক্সেনা, মনজ্যোৎ কালরা ও নাথু সিং।=
কিংস ইলেভেন পাঞ্জাব:=
অগ্নিবেশ আয়াচি, অ্যান্ড্রু টাই, ডেভিড মিলার, মোজেস অনরিক্স, প্রভসিমরান সিং, স্যাম কুরান ও বরুণ চক্রবর্তী।=
কলকাতা নাইট রাইডার্স: =
আনরিখ নর্টজে, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস লিন, জো ডেনলি, কেসি কারিয়াপ্পা, ম্যাট কেলি, নিখিল নায়েক, পীযূষ চাওলা, পৃথ্বী রাজ ইয়ারা, রবিন উত্থাপ্পা ও শ্রীকান্ত মুন্ধে।=
মুম্বাই ইন্ডিয়ানস: =
অ্যাডাম মিলনে, আলজারি জোসেফ, বরিন্দর স্রান, বেন কাটিং, বেইরেন হেনড্রিক্স, এভিন লুইস, জেসন বেহরেনডর্ফ, পঙ্কজ জশওয়াল, রসিক দার ও যুবরাজ সিং।=
রাজস্থান রয়্যালস: =
আর্যমান বিড়লা, অ্যাসটন টার্নার, ইস সোধি, জয়দেব উনাদকাট, লিয়াম লিভিংস্টোন, ওসান টমাস, প্রশান্ত চোপড়া, রাহুল ত্রিপাঠী, শুভম রঞ্জনে, স্টুয়ার্ট বিনি ও শুদেশান মিধুন।=
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: =
আকাশদীপ নাথ, কলিন ডি গ্র্যান্ডহোম, ডেল স্টেইন, হেনরিখ ক্লাসেন, হিম্মত সিং, কুলওয়ান্ত খেজরোলিয়া, মার্কাস স্টোইনিস, মিলিন্দ কুমার, নাথন কুল্টার নাইল, প্রয়াস রায় বর্মণ, সিমরন হেটমেয়ের ও টিম সাউদি।=
সানরাইজার্স হায়দরাবাদ:
দীপক হুডা, মার্টিন গাপ্টিল, রিকি ভুঁই, সাকিব আল হাসান ও ইউসুফ পাঠান।=
একুশে মিডিয়া/এমএসএ =
No comments:
Post a Comment