|  | 
সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে একাধিক মাদক মামলার আসামী ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার
 সন্ধায় বেলকুচি পৌর এলাকার চালা পূর্বপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের 
ভিত্তিতে হারুনার রশিদ (ন্যাংড়া হারুন) (৪৬) নামে ১ মাদক ব্যবসায়ীকে ১০০ 
গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত হারুনার রশিদ (ন্যাংড়া হারুন) ঐ গ্রামের 
মৃত ইউসুফ আলীর ছেলে।
বেলকুচি
 থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় গোপন 
সংবাদের ভিত্তিতে এস,আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার চালা 
পূর্বপাড়া মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ 
হারুনার রশিদ (ন্যাংড়া হারুন) নামের ১ জনকে আটক করা হয়। সে অত্র এলাকার 
বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা 
রয়েছে।  তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে 
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ 
 
 
 


 

.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment