পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোচালকসহ ৩ নারী নিহত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 30 March 2020

পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোচালকসহ ৩ নারী নিহত


একুশে মিডিয়া, রংপুর প্রতিনিধি:
করোনার কারণে সারা দেশে রেল যোগাযোগ বন্ধের মধ্যেই রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।<:একুশে মিডিয়া:>
সোমবার দুপুরে উপজেলার অন্যদানগর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।<:একুশে মিডিয়া:>
পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।<:একুশে মিডিয়া:>
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।<:একুশে মিডিয়া:>
দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন- জানতে চাইলে ফিরোজ বলেন, শুনেছি ২-৩ জন নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যা পরে জানাতে পারব।<:একুশে মিডিয়া:>



একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages