বিএসআরএম এর গভীর নলকূপের ফলে এলাকার মানুষ পানি পাচ্ছে না: মোশাররফ হোসেন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 30 May 2021

বিএসআরএম এর গভীর নলকূপের ফলে এলাকার মানুষ পানি পাচ্ছে না: মোশাররফ হোসেন

 একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

ছবি: সংগৃহিত
চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাইয়ে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানি সংকট অবস্থায় শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন স্থানীয়রা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) গভীর নলকূপ বসিয়ে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে এলাকার মানুষ পানি পাচ্ছে না তাই তাদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেন তারা

  রোববার (৩০ মে) দুপুরে জোরারগঞ্জে বিএসআরএম কারখানার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

এসময় তিনি বলেন, মিরসরাই কৃষিপ্রধান এলাকা বিএসআরএম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখানে এসে ধীরে ধীরে পাহাড় দখল করে বিশাল কারখানা গড়ে তুলেছে শিল্প কারখানা আমাদের প্রয়োজন আছে সেজন্য মিরসরাইয়ে ইকোনমিক জোন করা হয়েছে এলাকায় কোনো শিল্প কারখানা থাকলে তা ইকোনমিক জোনে স্থানান্তরিত হোক তারা কারখানা প্রতিষ্ঠা করার আগে বলেছিল- ফেনী নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ব্যবহার করবে কিন্তু তা না করে ১০-১২টি গভীর নলকূপ বসিয়ে তারা কাজ চালাচ্ছে গভীর নলকূপ বসানোর কারণে এলাকার মানুষ পানি পাচ্ছে না সব শুকিয়ে গেছে  

তিনি বলেন, এই এলাকায় যত বন ছিল তা বন কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে দখল করেছে বিএসআরএম এছাড়া পাহাড়ি অনেকগুলো ছড়া বন্ধ করে দিয়েছে আমরা চাই, এই শিল্প কারখানা ইকোনমিক জোনে চলে যাক  

তিনি দুই মাসের আলটিমেটাম দিয়ে বলেন, এই দুইমাস কারখানা বন্ধ থাকবে কারখানায় কোনো কাঁচামাল প্রবেশ করবে না যদি দুই মাসের মধ্যে ফেনী নদী থেকে পানি এনে ব্যবহার করতে পারেন তাহলে আগামি এক বছরের জন্য কারখানা চলতে পারবে এরপর কারখানা বন্ধ করে শিল্প অঞ্চলে চলে যেতে হবে বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন

 

 

 

রবিবার ৩০ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages