পেকুয়ায় উচ্ছেদের পর আবারও নদীর জায়গায় পাকা দোকান নির্মাণের অভিযোগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 27 January 2026

পেকুয়ায় উচ্ছেদের পর আবারও নদীর জায়গায় পাকা দোকান নির্মাণের অভিযোগ

এইচ. এম. শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নদী সরকারি জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরও পুনরায় একই স্থানে অবৈধভাবে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রশাসনের সিদ্ধান্ত অভিযান কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সরকারি জায়গা দখলমুক্ত রাখতে সম্প্রতি পেকুয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে নদীর জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অভিযানের সময় অবৈধ দোকানঘর ভেঙে ফেলা হলেও কিছুদিন না যেতেই একই স্থানে আবারও স্থায়ীভাবে পাকা দোকান নির্মাণের কাজ শুরু করা হয়।

বারবাকিয়া ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকায় ভোলা খালের জায়গা দখল করে সৌদি প্রবাসী আবদুল শুক্কুর পাকা দোকান নির্মাণের কাজ করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পক্ষ থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধ রাখতে নিষেধ করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তি সেই নির্দেশনা অমান্য করে অবৈধভাবে নির্মাণকাজ চালিয়ে যান।

এরপর পেকুয়া উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম পাকা দোকানঘরের পিলার অবকাঠামো গুঁড়িয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, বারবার উচ্ছেদের পরও পুনরায় অবৈধ দোকান নির্মাণের ঘটনা ঘটায় প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে একসময় সরকারি নদীর জায়গা সম্পূর্ণ দখল হয়ে যাবে।

বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুল আখতার নিলয় বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অবৈধভাবে পুনরায় দোকান নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages