একুশে মিডিয়া, রিপোর্ট:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকা
হতে
জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে ময়দার মিল এলাকার একটি ভবনের ৩য় তলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ছবি: সংগৃহিত
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬), তাজুল ইসলাম (৩০), মো. সাকিব (২২)।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ময়দার মিল এলাকার একটি ভবনে অভিযানে যায় পুলিশ।
এই সময় ভবনের ৩ তলায় একটি রুমে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ২৪২ টাকা ও ৬ প্যাকেট তাস উদ্ধার করা হয়।
রবিবার ৩০ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment