মা ভাই বোন ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী বাবা, বাবাকে যেন পুলিশ না ধরে-বাবু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 2 June 2021

মা ভাই বোন ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী বাবা, বাবাকে যেন পুলিশ না ধরে-বাবু

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
ছবি সংগ্রহ: একুশে মিডিয়া
বাবু সুশীল নামে এক যুবক চিরকুট লিখে ও মোবাইল পারিবারিক অশান্তি কথা বলে ভিডিও ধারণ করে টেলিবিলে ও মোবাইল ও চিরকুট রেখেই বাসায় আত্মহত্যা করেন বুধবার (২ জুন) গতরাতে।

সংগৃহিত চিরকুট-০১
ওই চিরকুটে যা লিখছেন, বাব সুশীল, মা ভাই বোন ক্ষমা করে দিও। অনেক কষ্ট পাওয়ার পর, আমি কাজটা করতে বাধ্য হচ্ছিআমার মৃত্যুর জন্য দায়ী আমার বাবা সবাই হয়তো ভাববেন, ছেলে বাবার নামে কেন এই কথা গুলো বলতেছে আমার বাবা নিজের সুখের জন্য সব কিছু করেছে, কিন্তু আমাদের সবাইকে কষ্ট দিয়ে আমি আমার জীবনের বাবার সুখ পায় নাই এমন একটা কথা বললে আপনারা অবাক হবেন, করোনা যখন প্রথম বাংলাদেশে আসে তখন সবাই ভয়ে আছে, কিন্তু আমার বাবা আমাকে একবারও ফোন করেলো না যে, আমি কেমন আছি আপনারা ভাবোন তিনি নিজের সুখের জন্য আরেকটা বিয়ে করছে এলাকাবাসী কিছু লোকের কথা বাবা আমিতো মরে যাচ্ছি, কিন্তু আমার মৃত্যুর পর যেন আমার পরিবারের সবাই একটু সুখে রেখো এই কথা গুলোর জন্য আমার বাবাকে যেন পুলিশ না ধরে

আর আমার কাছে যার টাকা পাবে তারা সবাই বাবার কাছ থেকে নিয়ে নিও ওনি হয়তো টাকা দেবে

যারা পাবে

নির্মল শীল, রুপন রুদ্র, অজয় রুদ্র

মুড (মোট?) কিস্তি =১৫০০০ টাকা মতো

রুপন-=,৪০,০০০/= টাকা

আমার লাগ( লাখ) একটা চেক আছে আমার সই আছে আমার ভাইয়ের

নির্মল-৯৫,০০০টাকা

(বাড়ির কিছু ছোটমা)

যাদের কাছ থেকে আমি টাকা নিয়ে সবাই আমাকে ক্ষমা করে দেবে

আমি আর পারতেছি না

এতো কষ্ট করলাম কিন্তু সুখের দেখা পাইলাম না

বাবা মানি (মানে) ছেলের ছায়া, পায়ের নিচে মাটি, আর সে বাবা যদি খারাপ হয় তাহলে আর কিছু আসা (আশা) করা যায় না

আমি আবার বলবো বাবাকে যেন পুলিশ না ধরে

আমি অনেক দোকারদার কাছ থেকে টাকা পাবো প্রায় লাগ (লাখ) মতো হবে

বাঁশখালীতে অনেক সুখ পেয়েছি যেটা আমি নিজের বাড়িতে পাই নাই

সংগৃহিত চিরকুট-০২

আজ বুধবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় রামদাশ মুন্সির হাট পুলিশ ফাড়ির (ভারপ্রাপ্ত) ইনর্চাজ এস.আই মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ঝুলন্ত যুবকের লাশটি উদ্ধর করেন।

জানা যায়, সে প্রাণ কোম্পানির সাব ডিলার হিসাবে বাঁশখালীতে ব্যবসা করেন।, পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সে বাড়ীতে আসা-যাওয়া করেন না।

হিহত বাবু সুশীল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন, ৫নং ওয়ার্ড উত্তর পাড়ার রনজিত সুশীলের ছেলে।

এ ব্যাপারে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাড়ির (ভারপ্রাপ্ত) ইনর্চাজ এস.আই মো. রাকিবুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করছি। সে পারিবারিক অশান্তি কথা উল্লেখ করে চিরকুট লিখে আত্মহত্যা করছেন। তাঁর বাবা পরিবারের লোকজনের এসেছে, তাঁর লাশ নিয়ে গেছে, পরিবারের লোকজনের সাথে আলাপ করে ও ভিডিওগুলো দেখে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ছবি: বাসা ও নিহত বাবু সুশীল
আরো পড়ুন (লেখার উপর ক্লিক করুন)

 

 

 

বুধবার ২জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages