চকরিয়া আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি, আহত ২ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 7 July 2021

চকরিয়া আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি, আহত ২

একুশে মিডিয়া, চকরিয়া (কক্সবাজার) রিপোর্ট:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। সময় লোহার রড ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার হাসপাতালে

বুধবার ( জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ইলিশিয়া বাজারে ঘটনা ঘটে

আহতরা হলেন আর্জেন্টিনা দলের সমর্থক চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আহমদ হোসেনের ছেলে কফিল উদ্দিন (২৩) ব্রাজিল দলের সমর্থক ওই এলাকারই ওমর ফারুকের ছেলে মো. হাসান (২২)

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বুধবার সন্ধ্যার দিকে ইলিশিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলো কফিল হাসান। এসময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনে উত্তেজিত হয়ে একজন অপরজনকে লোহার রড ছুরি দিয়ে আঘাত করে।

এতে আর্জেন্টিনা সমর্থক কফিল উদ্দিন ছুরিকাঘাতে এবং ব্রাজিল সমর্থক মো. হাসান লোহার রডে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কফিল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল এবং হাসানকে কক্সবাজার মেডিকেলে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা

ব্যাপারে চকরিয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

 
 

বৃহস্পতিবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages