বাঁশখালীতে বিধবার ঘরে তালা দিল ভূমিদস্যু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার করল পুলিশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 April 2023

বাঁশখালীতে বিধবার ঘরে তালা দিল ভূমিদস্যু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার করল পুলিশ

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

বাঁশখালীর পূর্ব চাম্বলে ভূমিদস্যুদের লাগিয়ে দেয়া ঘরের দরজা খুলল অসহায় এক বিধবা ৯৯৯ ফোন করে থানা পুলিশ ঘরের তালা খুলে ঘরে ঢুকিয়ে দিয়ে থানায় ফেরার পর  ভূমিদস্যুরা ওই বিধবার বাড়িতে যাবার চলাচলের ৫০ হাত লম্বা রাস্তা কেটে কাঁটা  দিয়ে ঘেড়াবেড়া দিয়েছে এই নিয়ে পূর্ব চাম্বলের মৃত নুর আহম্মদের স্ত্রী জাকেরা বেগম (৫৫) অসহায় বিধবা গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বাঁশখালী থানায় উপস্থিত হয়ে মুজিবুল হোসাইন টিপু, শাহদাত হোসাইন, মো. মঈনুদ্দিন প্রকাশ লক্ষ্মী নুরুল ইসলামসহ জনের বিরুদ্ধে আবারো লিখিত অভিযোগ দিয়েছেন ভিটে থেকে উচ্ছেদ করতে ভূমিদস্যুদের উপর্যুপরি ঘটনায় অসহায় বিধবা প্রাণ ভয়ে আতংকে রয়েছেন

ভুক্তভোগী বিধবা নারী জাকেরা বেগম বলেন, চাকরিজনিত কারণে আমার সন্তান বাড়িতে থাকে না আমি একা গন্ডা জায়গার ওপর বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে আমার খরিদা জায়গা স্থানীয় ভূমিদস্যুরা দখল করার চেষ্টা করে আসছে আমি প্রতিবাদ করলে চলে যায় কিন্তু হয়রানি হুমকি যেন থামে না গত ১৮ এপ্রিল শবে কদরের দিন দুপুরে ভূমিদস্যুরা এসে আমাকে টানা হ্যাঁচড়া করে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয় আমি সন্ধ্যায়ও ঘরে ঢুকতে না পেরে ৯৯৯ ফোন দিলে বাঁশখালী থানার এস আই মো. সাইফুর রহমান টুকু এসে আমাকে তালা খুলে ঘরে ঢুকান পুলিশ চলে গেলে বাড়ির আসা-যাওয়ার ৫০ হাত লম্বা রাস্তা কেটে মাটি নিয়ে গেছে এবং কাঁটা দিয়ে ঘেড়া-বেড়া আটকে রাস্তা বন্ধ করে দিয়েছে বাড়ির আশে-পাশে সন্ত্রাসীরা  হুমকি দিচ্ছে আমাকে প্রাণে হত্যা করা হবে আমার ছেলেকে বিষয়টি জানালে তারাও আমার প্রাণ শংকায় আতংকে আছে আমি ভূমিদস্যুদের কবল থেকে শান্তিপূর্ণ মুক্তি চাই

বাঁশখালী থানার এস আই মো. সাইফুর রহমান টুকু বলেন, ৯৯৯ ফোনের পর বিধবা জাকেরা বেগমকে তালা খুলে ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে অভিযোগের যাবতীয় বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ অন্যায় করে পার পাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages