বাঁশখালীতে জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 19 January 2025

বাঁশখালীতে জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে আলহাজ্ব জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে মনোয়ারা বেগম সড়কের কালভার্ট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নতুন রাস্তার ভাঙন প্রতিরোধে এই কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। আলহাজ্ব জাকের আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজবাহ উদ্দীন কায়সারের ব্যক্তিগত অর্থায়নে এবং কো-চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহেদুল হাছান রিটন সচিব মুহাম্মদ রুহুল কাদেরের সার্বিক সহযোগিতায় কালভার্ট নির্মাণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করেন।

উপস্থিত অতিথিরা:

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন সওদাগর, অর্থ সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমন্বয়ক মোহাম্মদ এরশাদুল হক, প্রতিনিধি মিনার আহমেদ, শওকত আলী শাবু, প্রবাসী মোহাম্মদ আজাইদুল ইসলাম, ফোরকান, ইফতেখার উদ্দিন রিয়াদ, প্রতিনিধি মোহাম্মদ আশরাফ, লিটন, হাসান, ছাত্রনেতা মোহাম্মদ কায়ছার এবং মোহাম্মদ রাফি চৌধুরীসহ বিভিন্ন এলাকার প্রতিনিধি, শিক্ষার্থী এলাকাবাসী।

দোয়া মোনাজাত:

হযরত মাওলানা আহছানুল্লাহ মুনিরী (রাঃ) হেফজখানার শিক্ষক হাফেজ আলী আকবর কালভার্ট নির্মাণ কার্যক্রমের সফলতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন।

স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি:

স্থানীয়দের মতে, এই কালভার্ট নির্মাণ সড়কটির ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের যাতায়াত পরিবহন ব্যবস্থায় সুবিধা বয়ে আনবে। আলহাজ্ব জাকের আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages