সাংবাদিক আবদুল জব্বারের মৃত্যুতে অধ্যক্ষ জহিরুল ইসলামের গভীর শোক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 January 2026

সাংবাদিক আবদুল জব্বারের মৃত্যুতে অধ্যক্ষ জহিরুল ইসলামের গভীর শোক

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

বাঁশখালী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক সংগ্রাম দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজার পাড়ায় মরহুম সাংবাদিকের নিজ বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

সময় অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান দায়িত্বশীল সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সমাজ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যু বাঁশখালীসহ দেশের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজার পাড়ার মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগে মৃত্যুবরণ করা এই সিনিয়র সাংবাদিকের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী গুণগ্রাহী রেখে গেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages