ছবি: প্রতিনিধি
একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:
কুমিল্লায় বেড়ে উঠা এবং ছোট বেলা থেকে স্কুল কলেজ ও বিভিন্ন অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গান গেয়ে সকলের মন মাতিয়ে রাখতেন তরুণ কন্ঠ শিল্পী এইচ এম আলাউদ্দিন। তিনি গানে গানে লাইফ স্টাইল করতে চান এবং যেতে চায় বহুদূরে।
ছোট বেলা থেকেই গান চর্চা করে এসেছেন তার এই সুবাধে বিভিন্ন স্টেজে ফোক গান গেয়ে অনেকের ভালবাসা অর্জন করেছেন। তিনি বাংলা ফোক গানের সাথে থাকতে চান সারা জীবন। ইতিমধ্যে ৮টি গান নিয়ে ‘পালঙ্কে না থুই’একটি এ্যালবাম ইউটিউবে প্রকাশের পর পর শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছে। তার মধ্যে কাষ্ঠখরি গানটি অন্যতম। গানটি রচনা করেন তাপস চৌধুরী এবং সুর করেছেন সুরকার লিটন দাস।
এ এ্যালবামের প্রত্যেকটি নতুন গানেই শ্রোতাদের মনে স্থান পেয়েছে। ইদানিং একটি কভার গান করেন‘আমিতো ভালা না ভালা লইয়া থাইকো।’এইচ এম আলাউদ্দিন গানের সিঁড়িতে উঠার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। গানে গানে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারে।
তিনি বলেন, শ্রোতাদের জন্য ফোক গানের মাধ্যমে কিছু করতে চাই। ছোট বেলা থেকে গানের সাথে আছি থাকবো। আমি ‘পালঙ্কে না থুই’এ্যালবামের প্রতিটি গান করার সময় শ্রোতাদের চাহিদা ও রুচিশীল বিষয়টা মাথায় নিয়ে এ পর্যন্ত এসেছি এবং অসংখ্য শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছি। সামনে যেন আরো সুন্দর সুন্দর গান নিয়ে আসতে পারি সকলে আমার জন্য দোয়া চাই। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment