মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জে রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার বান্দুরা ইউনিয়নের সুটটিখোলা খালপাড়ে এ ঘটনা ঘটে। সে দোহার উপজেলার বাস্তা এলাকার আঃ রাজ্জাকের জামাতা ও সিরাজগঞ্জ জেলার উল্যাপাড়ার খাদুলী গ্রামের আঃ হাকিমের ছেলে।
শুক্রবার বিকালে স্থানীয়রা খালের পাড়ে ডোমরা গাছে একব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ দিলে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় রবিউলের মৃতদেহ উদ্ধার করে। এব্যাপারে ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,লাশের সুরতেহাল চলছে এবং অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment