মোঃ ইব্রাহীম, ভোলা:>>>
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ানের সুইজগেটে সংলগ্ন বেধে পরিবারের বসবাস।
বেধে মোসাম্মৎ হাসিনা (৩০)স্বামি মোঃ জামাল (৩৫)ও তার দুই ছেলে মোঃ ফরহাদ(১২) জাহিদ (১০) এর উপর হামলা চালায় তাদের প্রতেবেশি রুহুল আমিন বেধে ও তার বাহিনি।
এদের মধ্যো মোসাম্মাৎ হাসিনা খুব আশঙ্কা জনক
সরেজমিন গিয়ে জানাযায়
হাসিনা বেগমের স্বামি মোঃ জামাল ও তার বড়ছেলে ফরাহাদ বাজারে থাকেন।
এ সময়ে হাসিনার ছোট ছেলে জাহিদের সাথে রুহুল আমিনের ছেলে রিয়াজ( ০৯) এর সাথে জগরা হয় আর এই জগরার সুত্রপাত দরে রুহুল আমিন( ৪৫) জাহিদ( ১০)কে কিল গুসি দিয়ে যখম করে।
অতঃপর হাসিনার স্বামি ও তার বড়ছেলে ফরাহাদ নৌকায় ফিরলে জাহিদের যখমের কথা বলতেছে।
এমন সময়ে রুহুল আমিন ও তার বাহিনি নিয়ে হাসিনার নৌকায় আক্রমন চালায় এতে হাসিনার অবস্থা আশঙ্কা জনক এবং তার পরিবার আহত হয় নৌকায় থাকা নগদ ৮০ হাজার টাকা ও ৫০ থেকে ৬০ হাজার টাকার গহনা নিয়ে নৌকা তছনছ করে রেখে পালিয়ে যায় রুহুল আমিন ও তার সহযোগীরা।
হামলাকারিদের মধ্যো রয়েছে মোঃরুহুল আমিন,মোকতার,সানু সদ্দার,ইয়াকুব জাহান,ময়না, লাকি সহ ১২ থেকে ১৫ জন
এসময়ে এলকার স্থানিয় লোক জন সহ মোঃ সিরাজ ও ইউনিয়ের চকিদার আলমগির
আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment