বাঁশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মামলার বাদি নিহত, এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 15 April 2019

বাঁশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মামলার বাদি নিহত, এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ!। একুশে মিডিয়া


শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, চট্টগ্রাম:>>>
বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে গত রবিবার রাত ৩টা নাগাদ সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৩৭) নামের এক মামলার বাদি নিহত হয়েছেন।
গত বছরের ২ নভেম্বর সংঘটিত এক সন্ত্রাসী ঘটনায় আবুল কালামের সৎ মা হালিমা বিবি, বোন হোসনে আরা ও ভাবী শাহেনা আক্তারসহ আরও অেেনকে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করেছিল আবুল কালাম।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ওই মামলার আসামীরা এ হত্যার ঘটনা ঘটায় বলে নিহতের নিকট আত্মীয়রা জানান। এ নিয়ে এলাকায় দুই  গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত আবুল কালাম দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাষ্টার কবির আহমদের পুত্র।
অপরদিকে নিহতের স্ত্রী রোজিনা আক্তার, মা জাহানারা বেগম, সৎ মা হালিমা বিবি ও বোনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠেছে। অবুঝ দুইটি শিশু পুত্র এদিক-ওদিক ঘুরে শুধু পিতার খোঁজ করছে। আবুল কালামের লাশ থানায় রাখা হয়েছে। বাঁশখালী হাসপাতালের ডাক্তার আমিনুল ইসলাম তারেক জানান, নিহত আবুল কালামে শরীরে ২০টি’র মত ছরারা গুলি রয়েছে।
নিহতের বড় ভাই আবুল হাশেম বলেন, ‘ বাড়ির অদূরে আমার একটি ঔষধের দোকান আছে। আমি গ্রাম্য চিকিৎসা করি।
আমার প্রতিবেশী হাজী শাহ আলমের পুত্র ইসকান্দারের ডায়রিয়া হওয়াতে আমি একটি তার শরীরে স্যালাইন পুশ করেছি। তারপরও ডায়রিয়া বন্ধ না হওয়ায় রাত ৩ টা নাগাদ আমার ভাই আবুল কালামকে আমার ঔষধের দোকানে ঔষধের জন্য পাঠায়।
আবুল কালাম দোকান খোলার সাথে সাথে ১৫/২০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করতে থাকে। গুলির আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সন্ত্রাসীরা আরও ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আমার ভাইয়ের রক্তাক্ত নিথর দেহ ঔষধের দোকানের ভিতর পড়ে আছে।
প্রতিবেশিরা এগিয়ে এসে লাশ উদ্ধার করে। গত বছরের ২ নভেম্বর সংঘটিত সন্ত্রাসী ঘটনায় আমার ভাই মামলা করায় ওই মামলার আসামীরা আমার ভাইকে খুন করেছে। এর আগেও নানাভাবে হত্যার চেষ্টা চালিয়েছিল এবং হুমকিও দিয়ে আসছিল।’
গতকাল সোমবার সকাল ৮টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঔষধের দোকানের ভিতর ছোপ ছোপ রক্ত। চারদিকে মানুষের উত্তেজনাকর পরিস্থিতি। নিহতের স্ত্রী রোজিনা আক্তার , মা জাহানারা বেগম, সৎ মা হালিমা বিবি ও বোনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠেছে। অবুঝ দুইটি শিশু পুত্র এদিক-ওদিক ঘুরে শুধু পিতার খোঁজ করছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন একুশে মিডিয়াকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার রেশ ধরে আবুল কালাম খুন হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages