আকবরের সেঞ্চুরিতে বাঁশখালী ক্রিকেট একাডেমি জয় - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 25 August 2019

আকবরের সেঞ্চুরিতে বাঁশখালী ক্রিকেট একাডেমি জয়


২৫ আগষ্ট বাঁশখালী ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম ব্রাদাস শাখা শানসাইন গ্রামার স্কুল মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে চট্টগ্রাম ব্রাদাস শাখা শানসাইন গ্রামার স্কুলকে৭ উইকেটে পরাজিত করে স্বাগতিক বাঁশখালী ক্রিকেট একাডেমি।
সকালে টসে জিতে প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমি বল করার সিদ্ধান্ত নেয়, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেন চট্টগ্রাম ব্রাদাস শাখা শানসাইন গ্রামার স্কুল।
দলের হয়ে সাইফ ৬৩, সাকিব টিপু ৫৭ রান করেন। বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে শফিউল, আশরাফুল, জিয়াম, সেবক,মাসুদ ১ টি করে উইকেট লাভ করেন।
জবাবে, বাঁশখালী ক্রিকেট একাডেমি ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪.৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের হয়ে, শফিউল আকবর ১০৩*, এস এম রাসেল ২২, কাউছার ৩৫, কিরন ২০* রান করনে এবং ব্রাদাস শাখা শানসাইন গ্রামার স্কুলের হয়ে, ইনান, রেজাউল, সাইফ ১টি করে উইকেট লাভ করেন।
উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমীর শফিউল আকবর (ইমন) তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ব্রাদাস ক্রিকেট একাডেমির সহকারী কোচ আমিনুল হক।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages