নবাবগঞ্জে আদালতের আদেশে জমি হস্তান্তর পুলিশের উপর হামলা ৭ পুলিশ সহ আহত ১৬ ও নিহত ১। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 10 August 2019

নবাবগঞ্জে আদালতের আদেশে জমি হস্তান্তর পুলিশের উপর হামলা ৭ পুলিশ সহ আহত ১৬ ও নিহত ১। একুশে মিডিয়া



মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:>>>
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় আদালতের আদেশে জমি দখল বুঝিয়ে দেওয়ার সময় প্রতিপক্ষের সাথে সংর্ঘষে মো.লিটন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অনন্ত ১৬ জন আহত হয়েছে। তবে, প্রতিপক্ষের দাবি ওই যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার বেলা আড়াইটাই উপজেলার জয়পুর ইউনিয়নের চককরিম গ্রামে এই ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ওসি সুব্রুত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত যুবকের নাম লিটন হোসেন। সে উপজেলার জয়পুর ইউনিয়নের চক করিম গ্রামের আতিয়ার রহমানের পুত্র।
আহতরা হলেন, উপজেলার চককরিমপুর গ্রামের মো. লিয়াকত আলী মো. শাহানুর ইসলাম মো. সাজু ইসলাম,মোছা. বিলকিছ বানু, মো. আনোয়া হোসেন, মোছা.আজুবা খাতুন,মো. মতিয়ার রহমান, মো,শাহাব উদ্দিন, মো,শাহেব মিয়া।আহতরা সবাই একই গ্রামের স্থায়ী বাসিন্দা।
দিনাজপুর জেলা ও দায়রা জজ নেজারু বিভাগের প্রসেস সার্ভিসিং অফিসার রোস্তম আলী জানান, মামলার রায়ে আদালতে নির্দেশে শনিবার নবাবগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ওই জমি বুঝিয়ে দিতে সেখানে যান। রফিকুল ইসলামকে জমি বুঝিয়ে দেয়ার সময় প্রতিপক্ষ লিয়াকত আলীসহ তার লোকজন সেখানে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি ছুড়ে।
এলাকাবাসি জানান,দীর্ঘদিন ধরে ওই এলাকার রফিকুল ইসলাম ও লিয়াকত আলী মধ্যে ২ একর জমি নিয়ে আদালতে মামলা চলছিল। পরে গত কয়েক দিন আগে রফিকুল ইসলাম জমিটির রায় পান। 
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রুত কুমার সরকার জানান,বিজ্ঞ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে ওই ব্যক্তিকে জমিটি বুঝিয়ে দেওয়ার জন্য শনিবার জেলা ও দায়রা জজ নেজারু বিভাগের প্রসেস সার্ভিসিং দুই অফিসারসহ চককরিমপুর গ্রামে যাওয়া হয়। পরে জমিতে লাল কাপড়ের পতাকা লাগানোর সময় প্রতিপক্ষের লোক জন এলোপাতাড়ি হামলা চালায়।এই ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়া।
পুলিশের গুলিতে লিটন নামের এক যুবক নিহতের বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে বলেন, এটা আমার জানা নেই। তবে প্রতিপক্ষের হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages