ভালোবাসা দিবসে ছুটি মেলেনি তাই অফিস বসে দুই সরকারি কর্মকর্তার বিয়ে! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 14 February 2020

ভালোবাসা দিবসে ছুটি মেলেনি তাই অফিস বসে দুই সরকারি কর্মকর্তার বিয়ে!


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:>>>
ছুটি না মেলায় ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে সারলেন দুই সরকারি কর্মকর্তা। গতকাল শুক্রবার ভারতের উলুবেড়িয়ায় এ ঘটনা ঘটেছে।<একুশে মিডিয়া:>
বিয়ের বর হলেন- উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা। পাত্রী আইপিএস অফিসার (এএসপি) নভজ্যোৎ সানা।<একুশে মিডিয়া:>
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুজনেই কর্মব্যস্ত। অফিসে কাজের প্রচুর চাপ। তাই ছুটি নেয়া মুশকিল। এমতাবস্থায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বিয়ের জন্য বেছে নেন ওই যুগল।<একুশে মিডিয়া:>
বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সঙ্গে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম। শেষে চার হাত এক হল ভালোবাসা দিবসে।<একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages