লাশের ভয়ে পালায় মানুষ: আবুল বাশার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 June 2020

লাশের ভয়ে পালায় মানুষ: আবুল বাশার

একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-মোহাম্মদ আবুল বাশার
আজ মানুষ থেকে মানুষ পালায় দূরে একজন মানুষ আরেকজন কে পর করে, জগত ছেড়ে মানুষ লুকায় ঘরে। মানুষ গুলো আজ মানুষের পর নিজের হাতে দেয় না মানুষ আপন কে কবর। আজ পৃথিবী চুপসে গেছে এক জীবাণুর ফাঁদে, একুশ শতক থমকে গেছে, সুপার পাওয়ার ফাঁদে।
বিশ্বব্যাপী চলছে এমন মহামারী, জানিনা কখন।
আামাদের ছাড়তে হবে বাড়ি। লাশের মিছিল হচ্ছে বাড়ি নেই কারো নিস্তার, যখন আমার ডাক আসবে পারবোনা বাচঁবার। লাশের ভিড়ে চাইছে মানুষ একটু বাচঁতে আজ ভাইরাসে আক্রান্ত হচ্ছে দেশ আস্তে আস্তে।
আর যত জ্ঞানীগুণী ভাঙ্গল অহংকার, সবাই এখন চাইছে ক্ষমা আল্লাহর কাছে আজ মানুষ গুলোর বন্ধ আয় চাকা, সারা দেশের অসহায় মানুষে রাস্তা ফাঁকা। তাইতো ভাইরাসের কারনে ধনীর মাথায় হাত। সংগ্রহে- হাসনাইন আহমেদ হাওলাদার।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages