![]() |
জাহিরুল ইসলাম মিলন:>>>
যশোরের মনিরামপুরের পল্লীতে ইয়াছুর রহমান তানভীর (১৬) নামের এক মাদ্রাসাছাত্র প্রায় একমাস ধরে নিখোঁজ রয়েছে। তানভীর উপজেলার এড়েন্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও হানুয়ার হাফেজিয়া নূরাণী মাদ্রাসার ছাত্র।
এ ঘটনায় তানভীরের পিতা মনিরামপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং-৬৬৬, তাং-১৪/০৪/২০১৯ ইং। জিডি সুত্রে জানাগেছে, গত ১৩ মার্চ সকালে তানভীর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু অদ্যবদি সে মাদ্রাসায়ও যায় নাই এবং বাড়িতেও ফিরে আসেনি।
ফলে নিখোঁজ তানভীরের পরিবারে শোকের ছাঁয় নেমে এসেছে। ফুটফুটে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পিতা-মাতা। সন্তান বাড়িতে ফেরার অপেক্ষায় দিন পার করছে পরিবারটি।
তার খোঁজ পেলে ০১৯৩১-৩৭৪২১৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তানভীরের বাবা সিরাজুল ইসলাম।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment