এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শামছুল ইসলাম নামের এক ডাকাতকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) ভোরে কালিকাপুর ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার অলিপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার এস আই সুজন দাস একুশে মিডিয়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের রাস্তার মাথা থেকে শামছুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় ৩টি ছুরি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment