![]() |
শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অভিযানে গাজা,ইয়াবা ও হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
জানাযায়, ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন মহেষপুর হইতে ১ কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। গৌরাঙ্গ চন্দ্র রায় (৪৮), মোঃ আনোয়ার হোসেন সোহাগ (৩২), গ্রেফতার করা হয়। গ্রেফতারকারী অফিসার-এসআই নাজিম উদ্দিন ও এএসআই আঃ মজিদ-১। পৃথক অারেক অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজার মোড় হইতে ২০০ গ্রাম গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইছাহাক আলী (৪৫), অাটক করা হয়। গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানাধীন মতিউর রহমান (৩৬),ময়মনসিংহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকারী অফিসার-এসআই(নিঃ) মোবারক হোসেন ও এসআই(নিঃ) হাবিবুর রহমান।
ডিবি ওসি শাহ্ কামাল অাকন্দ বলেন, এদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা প্রস্তুতি চলছে। মাদক,জুয়া অভিযান এখনো অামাদের অভ্যহত রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment