ভোটের জন্য নয়, কথা দিয়ে গেলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবো-রেলপথ মন্ত্রী। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 12 December 2018

ভোটের জন্য নয়, কথা দিয়ে গেলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবো-রেলপথ মন্ত্রী। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
আমি ভোট চাইতে আসিনাই, এসেছি দেখতে, আপনাদের অনূভতি,শুনলাম জামাত চুরুত পাল্টাইছে, ইসলামের মিথ্যা দোহাই দেওয়া দাড়ি পাল্লার জামাত মার্কা হইছে,
"নতুন বতলে পুরান বিষ"জামাত এখন ধানের শীষ""" মুখে ইসলাম বলেও মাদ্রাসা বিল্ডিং করেনাই, মসজিদ মক্তবে সহযোগিতা করেনাই, কিন্তু আমি কৃষকের সন্তান শুদু ১ টি মসজিদ নয় সারা চৌদ্দগ্রাম উপজেলায় কোন মসজিদ মক্তব শিক্ষা প্রতিষ্ঠান বাকী রাখিনাই, সবগুলিতে উন্নয়ন,
আপনাদের  উপস্থিতি  দেখে সত্যি ই আমি মুগ্ধ, আর তাই আল্লাহ পাকের নাম স্মরণ করে কথা দিয়ে গেলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো, সেই কৃষকের সন্তান মুজিবুল হক হয়ে।কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৩০ই ডিসেম্বর একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে মহাজোটের নির্বাচিত  নৌকা প্রতীক এর পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব বলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা-১১ আসন এর মহাজোটের নির্বাচিত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক, ১২ই ডিসেম্বর দিনব্যাপি উপজেলার কাশিনগর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পথসভায় তিনি আরো বলেন, আপনার বাড়ীর পাশে রাস্তা আমি করেছি, এই এলাকার সন্তানদের লেখাপড়ার শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ করেছি, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মক্তব একাধিক বার আর্থিক সহযোগিতা প্রদান করেছি, মাদ্রাসা ভবন নির্মাণ করেছি, এককথায় এই চৌদ্দগ্রাম উপজেলা কে উন্নয়নে সাজিয়েছি যা সকলেই অবগত, আর তাই এত উন্নয়ন করার পরও আপনাদের নিকট আসার একটাই উদ্দেশ্য আমি এক সাধারণ পরিবারের সন্তান, পিতা একজন খাঁটি কৃষক ছিলেন, সে কৃষকের সন্তান কে আল্লাহর রহমত এবং আপনাদের ভোটে আমি সারাদেশে সম্মানিত হয়েছি, শুধু একা নয় এই চৌদ্দগ্রাম কে একটি উন্নয়নের মডেল হিসেবে সারাদেশে জনপ্রিয় করেছি, জীবনের চাওয়া পাওয়া আর বাকী নেই, একটা ই শুধু চাওয়া মৃত্যু পর্যন্ত জনসাধারণের পাশে সেই কৃষকের সন্তান সাধারণ পরিবারের সন্তান হিসেবে পাশে থাকার, সরেজমিনে দেখা গেল কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজিত স্থানীয় ইউনিয়নের জয়মঙ্গল পুর কেন্দ্র,  জুগিরকান্দি কেন্দ্র,  কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কাশিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র, রামচন্দ্রপুর কেন্দ্র,  সাতবাড়িয়া দাতামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বিভিন্ন গ্রাম মিলে হওয়া ৬টি কেন্দ্রে পথসভা অনুষ্ঠিত হয়, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব এর দিনব্যাপী উপস্থাপনায় উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে নৌকা প্রতীক এর পক্ষে বক্তব্য প্রদান করেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, 
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.আবুল খায়ের,উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ৬নং ঘোলপাষা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ,  কাশিনগর ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ এবং ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পথসভায় ওয়ার্ড আওয়ামী সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।প্রত্যেক বক্তারা নিজ কেন্দ্রে শতভাগ নিশ্চিত নৌকা প্রতীক এর বিপুল ভোটে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করে।সবগুলি কেন্দ্রে পথসভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages