অমর একুশে বই মেলায় তরুণ কবি রাহুল বড়ুয়া’র প্রথম কাব্যগ্রন্থ 'দাবানলে জ্বলছে হৃদয়' নামে বইটি প্রকাশ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 5 February 2019

অমর একুশে বই মেলায় তরুণ কবি রাহুল বড়ুয়া’র প্রথম কাব্যগ্রন্থ 'দাবানলে জ্বলছে হৃদয়' নামে বইটি প্রকাশ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর অমর একুশে বই মেলায় বাবুই প্রকাশনী(ঢাকা) থেকে প্রকাশিত হলো তরুণ কবি রাহুল বড়ুয়ার প্রথম কাব্যগ্রন্থ 'দাবানলে জ্বলছে হৃদয়'। তিনি বলেন এই কাব্যগ্রন্থে মন্ময় ও তন্ময় উভয় ধরনের মোট ৫০ টা কবিতা আছে। এই কাব্যগ্রন্থের প্রকাশক মোরশেদ আলম হৃদয়' এবং প্রচ্ছদ এঁকেছেন রানা হাসান। 


বইয়ের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে, তিনি বলেন আমাদের হৃদয় দাবানলে কেন জ্বলছে জানতে হলে বইটি অবশ্যই পড়তে হবে বলে অভিমত প্রকাশ করেন।
এই কাব্যগ্রন্থের শুভেচ্ছা মূল্য ১৫০ টাকা হলেও ১২০ টাকা দিয়েই বইটি সংগ্রহ করতে পারবেন বলে জানায়। এছাড়াও ছাত্রছাত্রীরা বইটি ১১০ টাকা দিয়েই সংগ্রহ করতে পারবেন। তিনি আরো বলেন, তার নিয়মিত কোনো পাঠকের যদি অর্থ দিয়ে সংগ্রহ করার সামর্থ্য না থাকে, তবে বিনামূল্যে বই উপহার দেবেন বলে জানায়। 
বইটি অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে ৪৬২ নাম্বার স্টলসহ অন্যান্য স্টলে।
এছাড়াও যারা লেখকের কাছ থেকে বিকাশে বইটি ক্রয় করতে আগ্রহী তাদের প্রথম ৫০ জন অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করতে পারবেন বলে জানান।
বিকাশ নাম্বার : 01887907073


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages