এইচ এম শহীদ পেকুয়া থেকে:>>>
কক্সবাজার পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা ইসলামীয়া মনিরুল উলুম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা হল রুমে ১৭ ফেব্রুয়ারি (রবিবার)সকাল ১১টা-সময় গণপ্রজাতন্ত্রীক বাংলাদেশ সরকারও WFP বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থায়নে RIC-"রিক"সংস্থার বাস্তবায়নে স্কুল ফিডিং প্রোগ্রামের শিক্ষা,স্বাস্থ্য,পরিস্কার পরিচ্ছন্নতা জ্ঞান ভিত্তিক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
স্কুল ফিডিং প্রোগ্রাম কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান শিক্ষক আলহাজ্ব শহীদুল্লাহ এর সভাপতিত্বে মাস্টার রফিকুল ইসলাম এর পরিচালনায় কুইজ প্রতিযোগিতা প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন "রিক"এনজিও ফিল্ড মনিটরিং শারমিন আকতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মৌঃ কাইছার উদ্দিন,মাস্টার এইচ এম শহীদুল ইসলাম,শিক্ষিকা রোকসানা আক্তার ও জিয়াসমিন আক্তার সহ ছাত্র ছাত্রী বিন্দু ।
কুইজ প্রতিযোগিতা প্রথম হলেন মোহাম্মদ হারুনুর রশিদ ৫ শ্রেণী
দ্বিতীয় হলেন জিয়া উদ্দিন ৫শ্রেণী তৃতীয় হলেন-রাকিবুল ইসলাম ৪শ্রেণী।
বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেওয়া হয় এবং আগামীতে আরো যেন ভালো ভাবে জ্ঞান ভিত্তিক বিজ্ঞান সমাজ পরিবেশ পুষ্টি সহ সকল বিষয়ে উপর গুরুত্ব দেওয়ার আহ্ব্বান জানান।
No comments:
Post a Comment