![]() |
খন্দকার রাব্বী, জয়পুরহাট:>>>
দেশ ও বিদেশেৱ সকলকে পবিত্র ঈদুল ফিতর’র শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নেৱ সন্তান, তরুন সমাজ সেবক ধনি গরিব সকলেৱ বন্ধু,বেকার যুবসমাজেৱ আশার আলো, আগামী ইউনিয়ন পরিষদ নিবাচনে ২নং দোগাছী ইউনিয়নেৱ চিয়ারম্যান পদপাত্রী সফল পল্টি ফিড ব্যবসায়ী মোঃ সামসুল আলম সুমন
একুশে মিডায়াকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা।
পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, উচু- নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সস্প্রীতির চেতনা দান করে ঈদের উৎসব।
পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়।
ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন, তিনি সকলের সুখ-শান্তি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment