মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণচাষী নিহত আহত ২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 April 2020

মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণচাষী নিহত আহত ২


শফিউল আলম মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠে শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় নিহত হলেন ‘হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক ( ১৭) লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।
অপরজন মহেশখালী অবস্থানরত মোস্তাফিজুর রহমান (২৫) সে পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউপির মেম্বার নুরুল কবির।বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫) স্থানীয় মাহমুদুল হকের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।
শনিবারের কাল বৈশাখী তান্ডবে উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসেগিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
নিহতের সত্যতা নিশ্চিত করেন মহেশখালী কুতুবিয়ার এএসপি সার্কেল রতন দাস গুপ্ত থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages