একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে বাঁশখালীতে বিষাক্ত মদ খেয়ে এক কৃষকের মৃত্যুর ঘর্টনা ঘঠেছে।
বাঁশখালী উপজেলার বাণীগ্রাম পাল পাড়ায় সহপাঠিদের সাথে বিষাক্ত মদ খেয়ে অমিয় পাল (৩৮) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাতে মদ প্রাণ করেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে প্রতিবেশিরা লাশের সৎকার করেছে। তবে অমিয় পালের বন্ধু মহলের দাবি তার (অমিয় পাল) সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
এই রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম পাল পাড়ায় অবিনাশ পালের ছেলে অমিয় পাল গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মন পাড়ার টেক এলাকায় বন্ধুদের সাথে সাথে বিষাক্ত মাদক সেবন করে।
অসুস্থবোধ হলে সে বাড়িতে চলে আসে। এই সময় পরিবারের সদস্যরা স্থানীয় ডাক্তারদের পরামর্শ নিলে তাকে বাঁশখালী মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, বাণীগ্রাম ব্রাহ্মণ পাড়ার টেক এলাকায় অজিত দে, শিমুল দে, নারায়ন দে ও মদন দে সিন্ডিকেটের মাধ্যমে পাহাড়ী এলাকায় দেশীয় তৈরি মদ ও গাঁজার ব্যবসা রয়েছে।
এই ব্যক্তিদের কাছ থেকে মাদকসেবীরা মদ সংগ্রহ করে সেবন করে থাকেন।নিহতের মামা সুমন্ত পাল জানান, ভাগিনা অমিয় পাল পানের বরজে কাজ করে ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত।
বন্ধুদের পাল্লায় পড়ে সে মদ খেয়েছে। সাপের কামড়ে মৃত্যুর কোন চিহ্ন শরীরে পাওয়া যায় নি।
প্রতিবেশীদের চাপের মুখে তাকে সৎকার করা হয়েছে। মাদকের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী থানাধীন রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ কামাল মোস্তফা একুশে মিডিয়াকে বলেন, বাণীগ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। মাদকের বিষয়ে কেউ বলেনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment