মনে পড়ে কতইনা বাহানায়! - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 5 September 2020

মনে পড়ে কতইনা বাহানায়!

লেখক-পারভীন আক্তার:
মনে পড়ে যায়
মন ভাল নেই,বলনা কিছুতেই
তবুও বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ আছে নেই,
তবুও তুমি এগুবে-
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনও আমায়,মনে পড়ে যায়।
খোলা দূয়ার,আকাশে আমি তারাময়।
যদি কখনও ছুয়েঁ দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে  জড়াবো তোমায়।
কে বলে কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে  এ শহরে,
আমি ছায়া তোমার বুঝবে নিরবে।
হাওয়াতে এলো চুল যদি 
মুখে এসে পড়ে,
যদি না থাকি কে সরাবে!
কতো কথা আজ মনে পড়ে হায়।
তপ্ত দুপুর আর  ক্লান বিকেল বেলায়।।
তুমি নেই পাশে আমি একেলায়।
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages