প্রেমিকের স্ত্রী-কন্যার হাতে পিটুনি খেলেন নায়িকা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

প্রেমিকের স্ত্রী-কন্যার হাতে পিটুনি খেলেন নায়িকা-একুশে মিডিয়া

ছবি রাকার ফেসবুক থেকে সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন ডেস্ক:
এমন ঘটনা সাধারণত দেখে মেলে না। প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরে শিকার হলেন ঢাকাই ছবির নায়িকা রাকা বিশ্বাস।
পরকীয়া প্রেমের জের ধরে এই মারের ঘটনা ছবিসহ শেয়ার করেছেন নিজের ফেসবুকে। শোনা যাচ্ছে, প্রেমিক শাহীন একজন ব্যবসায়ী। রাকা লিখেছেন, এইভাবে নির্যাতন করেছে শাহীনের পরিবারের সদস্যরা ও তার স্ত্রী। শাহীনকে কয়েকদিন মোবাইলে পাইনি, খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল।
রাকার পোস্ট থেকে জানা গেছে, শাহীন নামের ওই ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান তিনি। শাহীন তার অশান্তির কারণে পরিবার থেকে সরে আসবেন এমন শর্তেই নাকি রাকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গতকাল (বুধবার) রাতে ফেসবুকে রাকা বিস্তারিত লিখেছেন।
তিনি লিখেছেন, আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম। সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো। শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে বিয়ে করার প্রমিজ করে আমাকে কনভিন্স করেছে। নিজের স্ত্রী-মেয়ে সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল। তাই ভালোবেসেছিলাম। এটাই আমার অপরাধ?
তবে ফেসবুকে স্ট্যাটাস দিলেও গণমাধ্যমের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেননি রাকা। নিজের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রেখেছেন। ‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক রাকা বিশ্বাসের। তার হাতে আরও বেশ কিছু সিনেমার কাজ আছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages