ধর্মীয় রীতি নীতি মেনে চললে সমাজে কোন অশান্তি থাকে না বাশঁখালীর বৌদ্ধ মন্দিরে বক্তারা -একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 29 October 2018

ধর্মীয় রীতি নীতি মেনে চললে সমাজে কোন অশান্তি থাকে না বাশঁখালীর বৌদ্ধ মন্দিরে বক্তারা -একুশে মিডিয়া

কঠিন চীবর দানে বক্তব্য রাখছেন বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাশঁখালীর ৬ টি বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দানের প্রথম দিনের কঠিন চীবর দান  সোমবার বাঁশখালী উপজেলার কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে অনুষ্টিত হয় ।
দিন ব্যাপী অনুষ্টান মালার মধ্যে ছিল সকালে প্রয়াত সংঘপুরুষদের স্মরনে অষ্টপরিস্কার সহ সংঘদান ।
বিকালে যথারীতি সদ্ধর্মসভা শীলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক রতœপ্রিয় মহাস্থবিরের এর সভাপতিত্বে অনুষ্টিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষনেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ধর্মদর্শী মহাস্থবির।
সংবর্ধেয় অতিথি ছিলেন বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ।

অনুষ্টানে সর্দ্ধমদেশক ছিলেন বাশঁখালী পৌরসভা সদরস্থ জলদী র্ধমরতœ বিহার এর অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির, বাশঁখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার এর অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয শীলকূপ চৈত্য বিহার এর অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির, অনুষ্টানে উম্ভোধনী বক্তব্য রাখেন কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহার এর অধ্যক্ষ মৈত্রীজিৎ থের ।
প্রধান ধর্মলোচক ছিলেন পূর্নাচার আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান এস. জ্ঞানমিত্র ভিক্ষু । বাশঁখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়–য়া এর সঞ্চালনে আরো ধর্মলোচনা করেন রেবত ভিক্ষু, শাসনপ্রিয় ভিক্ষু,সত্যপ্রিয় বড়ুয়া, মিলন বড়ুয়া, পুলিন বড়ুয়া , প্রদর্শন বড়ুয়া, রাসেল বড়ুয়া,সুবল বড়ুয়া, মিল্টন বড়ুয়া, ডালিম বড়ুয়া, প্রমুখ ।
অনুষ্টানে বাশঁখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সিপিপি কর্তৃক উপজেলার শ্রেষ্ট স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত পুরস্কার লাভ করায় গ্রামবাসীর পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয় ।
এছাড়া শিক্ষামুলক ধর্মীয় প্রতিযোগিতায় কৃর্তিত্ব অর্জনকারী ১০ জনকে ও সন্মাননা প্রদান করা হয ।
সভায় বক্তারা বলেন যারা ধর্মীয রীতি নীতি মেনে চলে তারা কখনও বিপথে চলে না । এবং তারা সব সময় সন্মানের সহিত জীবন ধারন করে । কোন ধর্মে মিথ্যা ও ব্যবিচারের স্থান নেই তাই প্রত্যেকের ধর্মীয় মেনে চলা উচিৎ ।


এদিকে ্আগামী কাল ৩০ অক্টোবর মঙ্গলবার- দক্ষিণ জলদী বিবেকারাম বিহার ,৩১ অক্টোবর বুধবার- বাঁশখালী কেন্দ্রীয শীলকূপ চৈত্য বিহার,১ নভেম্বর বৃহস্পতিবার বাশঁখালী পৌরসভা সদরস্ত জলদী ধর্মরতœ বিহার, ২ নভেম্বর শুক্রবার- শীলকূপ জ্ঞানোদয় বিহার। ৩ নভেম্বর শনিবার- পুইঁছডড়ি চন্দ্রজ্যোতি বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত হবে । এ পূর্ণ্যময় অনুষ্টানে সকলকে অংশ গ্রহন করার জন্য বাশঁখালী বৌদ্ধ সমিতির পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানান । 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages